মুস্তাফিজ ইস্যুতে নতুন প্রস্তাব ভারতের, কী করবে বিসিবি?
প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬ ১৫:৪৯
আপডেট:
৮ জানুয়ারী ২০২৬ ০২:৪৩
মুস্তাফিজুর রহমানকে নিয়ে হওয়া ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারত সরকারের নির্দেশনায় বিসিসিআই তাঁকে ছেড়ে দিতে বলে। কেকেআর সে নির্দেশ পালন করায় এখন আর আইপিএলে খেলতে পারবেন না দ্য ফিজ।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে কেকেআর তাঁকে ছেড়ে দিতে বাধ্য হলেও পুরো ঘটনার পেছনে মুস্তাফিজের ব্যক্তিগত কোনো ভূমিকা বা পেশাদার ত্রুটি ছিল না। এভাবে একজন ক্রিকেটার তাঁর খেলার অধিকার থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন সকলেই। এই ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফর করতেও আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি। ফলে বেশ বেকায়দায় পড়েছে বিসিসিআই। এবারের বিশ্বকাপের সহ-আইয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের ম্যাচগুলো এখন শ্রীলঙ্কায় স্থানান্তর করতে হবে।
এক্ষেত্রে আর্থিক ক্ষতির শঙ্কা ছাড়াও টুর্নামেন্টের একেবারে সন্নিকটে এসে নতুন করে সূচি তৈরির ঝামেলাতেও যেতে হচ্ছে। আবার মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে আন্তর্জাতিকভাবেই সমালোচনার মুখে পড়েছে ভারত। এমন অবস্থায় বিসিবিকে নতুন প্রস্তাবই দিয়েছে বিসিসিআই।
বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে। বাংলাদেশও ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণ হিসেবে এই ইস্যুই সামনে এনেছে। এক মুস্তাফিজকেই যদি ভারত নিরাপত্তা দিতে না পারে তাহলে বিশ্বকাপের সময় পুরো বাংলাদেশ দল এবং টিম ম্যানেজম্যান্টের সদস্যদের কিভাবে নিরাপত্তা দিবে দেশটি।
বাংলাদেশের এমন যুক্তি আইসিসিও যুক্তিসঙ্গত মনে করেছে। ফলে বাংলাদেশের ম্যাচের ভেন্যু বদলানো ছাড়া এখন কার্যত কোনো উপায় নেই। ফলে ভারত এখন আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দিচ্ছে।
আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে। আজকের অনলাইন সভায় আইসিসির মাধ্যমে বাংলাদেশ দলকে বিসিসিআই ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে। তবে ভারতের এমন প্রস্তাবেও বিসিবি রাজি হবে না বলেই জানা গেছে।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: