বুধবার, ৭ই জানুয়ারী ২০২৬, ২৪শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


‘জাকের পারফরম্যান্স দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করব


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬ ১১:১১

আপডেট:
৭ জানুয়ারী ২০২৬ ২৩:১১

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে কয়েক মাস ধরে সমালোচনার ঝড় চলছে জাকের আলী অনিককে নিয়ে। পারফরম্যান্স না করেও জাতীয় দলে সুযোগ পাওয়া, এমনকি অধিনায়কত্ব করা। এসব নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছায়াতলে থাকার অভিযোগও শোনা গেছে। কিন্তু এবার সেই জাকেরের হয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

চলতি বিপিএল ২০২৬-এ নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলছেন ২৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু ফর্মের ধারেকাছেও নেই তিনি। কয়েক ম্যাচে করেছেন ১৭ বলে ২৯ রান এটাই সেরা। বাকি ম্যাচগুলোতে মাত্র ৬ রান করে আউট। সর্বশেষ ৯ ম্যাচের ৫টিতেই সিঙ্গেল ডিজিটে আউট। প্রতিবারই আউটের ধরন ছিল দৃষ্টিকটূ জোর করে লেগ সাইডে মারতে গিয়ে। ফলে একাদশ থেকেও বাদ পড়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তার।

এই খারাপ সময়ে জাকেরকে উৎসাহ দিচ্ছেন রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘ক্রিকেটে একটু ভাগ্যও লাগে। আমি মনে করি, ও একটু দুর্ভাগ্যবান। আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ খেলে বাকি দুটো খেলতে পারেনি। যদি খেলতে পারত, তাহলে হয়তো ছন্দে ফিরে আসতে পারত। ১৭ বলে ২৯ করেছে এটা খারাপ নয়।’

আশরাফুল আরও যোগ করেন, ‘একটু খারাপ সময় গেলে সবারই পাশে থাকা উচিত। সমালোচনা কম করলে ভালো। সোশ্যাল মিডিয়ার যুগে এসবের সঙ্গে লড়াই করতেই হবে। তবে আমি নিশ্চিত, সে দারুণভাবে ফিরে আসবে। সমালোচকদের মুখ বন্ধ করবে মাঠের পারফরম্যান্স দিয়েই।’

জাকেরের প্রতি আশরাফুলের এই আস্থা অনেকের জন্য উৎসাহের। একসময় নিজেও সমালোচনার মুখে পড়া আশরাফুল জানেন, খারাপ সময় কাটিয়ে ওঠা কতটা কঠিন। কিন্তু তিনি বিশ্বাস করেন, জাকেরের মতো প্রতিভাবান খেলোয়াড় হাল ছাড়বেন না। বিপিএলই হতে পারে তার ঘুরে দাঁড়ানোর মঞ্চ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top