দেড় মাস ধরে পানির নিচে স্কুলমাঠ
প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৭:০৮
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২০:১৪

বৃষ্টিতে গত দেড় মাস ধরে পানিতে ডুবে রয়েছে খুলনার পাইকগাছার কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের খেলাধুলা। জলাবদ্ধতার জেরে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।
সরজমিনে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় ৬৫নং কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮২ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক সংখ্যা ৪। আর শিক্ষার্থী রয়েছে ৫৪ জন। প্রতিষ্ঠানটির পেছনেই চিংড়ি ঘের। বিদ্যালয়ের পাশে পানি নিষ্কাশনের জন্য রয়েছে একটি কালভার্ট। কিন্তু চাঁদখালী ও বিষ্ণুপুরের স্লুয়েস গেট বন্ধ থাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ রয়েছে। ফলে বিদ্যালয়ের মাঠ মাসের পর মাস জলমগ্ন থাকে।
স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর যাবৎ বৃষ্টি হলেই স্কুলের মাঠটি পানিতে ডুবে থাকে। আগের বছরগুলোর মতো চলতি বছরও একই অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে গত দেড় মাসে স্কুল মাঠে হাঁটু পানি জমে আছে।
প্রধান শিক্ষক বিকাশ বরণ সানা বলেন, পানির কারণে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদন বন্ধ হয়ে গেছে। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক কমে গেছে। মাঠটি বালু মাটি দিয়ে ভরাট করে উঁচু করা হলে এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে। একইসঙ্গে স্লুয়েস গেট উম্মুক্ত করা হলে চাঁদখালী ইউনিয়নবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউনুছ মোল্যা বলেন, ‘কিছু মানুষ গেটের মুখ বন্ধ করে রাখায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এর জেরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানায়নি। তবে তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হবে।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: