বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


গোমতীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই


প্রকাশিত:
৯ জুলাই ২০২৫ ২০:৫০

আপডেট:
১০ জুলাই ২০২৫ ১০:২৪

ছবি সংগৃহীত

কুমিল্লায় গোমতী নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। টানা দুই দিনের ভারিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। পানি বৃদ্ধির ফলে ক্ষয়ক্ষতি এড়াতে নদী চরের বাসিন্দাদের আগে থেকেই নিরাপদ স্থানে সরে যেতে আহবান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, কোনো পূর্বাভাস ছাড়াই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। কুমিল্লায় এত পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল না। উজানে ভারতের অংশে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় গোমতী নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৪ থেকে ৫ মিটার বেড়েছে। উজানের পানি আমাদের এখানে পৌঁছতে প্রায় ১৮ ঘণ্টা সময় লাগে। বিকালনাগাদ গোমতীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।

বুধবার দুপুরে গোমতী নদীর কাপ্তান বাজার, টিক্কার চর, চানপুর ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

টিক্কারচর এলাকার বাসিন্দা হুমায়ূন আহমেদ বলেন, আমরা খুব আতঙ্কে আছি। গত বছর বন্যায় আমাদের ঘরবাড়ি ভেসে গিয়েছিল। এলাকার লোকজন মিলে আমাদের নতুন ঘর তুলে দিয়েছিল। আবার যদি ঘর ভেসে যায়, তাহলে আমাদের পথে পথে থাকতে হবে।

একই এলাকার বাসিন্দা এমরান হোসেন জানান, মঙ্গলবার বিকালেও এত পানি ছিল না। সকালে ঘুম থেকে উঠে দেখি পানি অনেক বেড়েছে। এভাবে বাড়তে থাকলে বুধবার রাত পর্যন্ত পানি বিপৎসীমার ওপরে চলে যেতে পারে।

এ বিষয়ে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আহমেদ বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। ভারিবর্ষণ ও উজান থেকে পানি এলে পরিস্থিতি খারাপ হতে পারে।

তিনি আরও বলেন, গোমতীর চরে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হঠাৎ পানি এভাবে বাড়বে, তা আমরা আগে বুঝতে পারিনি। আমরা সরেজমিন গোমতীর পাড় ঘুরে দেখছি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top