বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


যমজ কন্যা সন্তানকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন তাদের মা


প্রকাশিত:
৯ জুলাই ২০২৫ ১৮:২৭

আপডেট:
১০ জুলাই ২০২৫ ০৯:০৭

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে যমজ দুই কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শিশুদের মা। বুধবার (৯ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে ওই দুই শিশুর মা শান্তা বেগম দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

এর আগে নিহত দুই শিশুর চাচা আল আমিন বাদী হয়ে শ্রীনগর থানায় শান্তা বেগমকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরে বুধবার দুপুরে ঘাতক মাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

শ্রীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, দুই শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনায় নিহত দুই শিশুর চাচা আলামিন বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করলে মামলার প্রেক্ষিতে নিহত দুই শিশুর মাকে আদালতে পাঠানো হয়। আদালতে ওই দুই শিশুর মা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিবন্দী গ্রামের দিন মুজুর সোহাগ শেখের (২৮) সাথে প্রায় দুই বছর আগে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের শাহ আলমর মেয়ে শান্তার (২৪) বিয়ে হয় । ৫ মাস আগে শান্তা যমজ কন্যা সন্তান প্রসব করে। যমজ কন্যা সন্তান হওয়ার পর থেকে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। শান্তা সন্তানদের নিয়ে বাবার বাড়িত থাকলেও বেশ কয়কদিন আগে স্বামীর বাড়িত আসে। গত সোমবার (৭ জুলাই) রাত আটটার দিকে সোহাগের ঘর থেকে হট্টাগোলর শব্দ শুনে প্রতিবশীরা এগিয়ে এসে জানতে পারেন তাদের দুই কন্যা লামিয়া ও সামিহাকে পার্শবর্তী পুকুরের পানিত ফেলে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে লামিয়া ও সামিহাক উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে ছুটে যান তাদের ওই দুই কন্যার বাবা সোহাগও। কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশু দুটির বাবা দাবী করেছেন তার স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে অপরদিকে মায়ের দাবী তাদের বাবাই শিশু দুটিকে পুকুরে ফেলে দিয়েছে। পুলিশ শিশু দুটির বাবা ও মা উভয়ক আটক করে। পরে নিহত দুই শিশুর মা শান্তার বিরুদ্ধে নিহত শিশুদের চাচা আলামিন বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

স্থানীয়রা আরও জানায়, লামিয়া ও সামিহাক উদ্ধারর পর তাদের মা শান্তা জানায়, পারিবারিক কলহের জের ধরে শিশুদের বাবা সোহাগ শেখ তাদেরকে পুকুরের পানিত ফেলে দেয়। অপরদিক সোহাগ শেখের দাবি তার স্ত্রী শান্তাই এই কাজ করেছে।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top