নামাজরত অবস্থায় দুর্বৃত্তের কোপে আহত আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যু
প্রকাশিত:
৬ জুলাই ২০২৫ ১১:৩৯
আপডেট:
৭ জুলাই ২০২৫ ০৫:০০

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নামাজরত অবস্থায় দুর্বৃত্তের কোপে গুরুতর আহত হওয়া আওয়ামী লীগ নেতার মা চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর মারা গেছেন।
রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (১ জুলাই) মাগরিবের নামাজের সময় কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল কোম্পানীর বাড়িতে নামাজরত অবস্থায় তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তারা ঘরে ঢুকে ডাকাতি ও লুটপাট চালায়।
নিহত হোসনেয়ারা বেগম মরিয়ম (৮৫) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল কোম্পানির বাড়ির মো. আবুল কাশেমের স্ত্রী ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. কামাল খানের মা।
জানা গেছে, হামলার বৃদ্ধা হোসনেয়ারা বেগম মরিয়ম বাড়িতে একা ছিলেন। তিনি যখন মাগরিবের নামাজ পড়ছিলেন এসময় দুর্বৃত্তরা হঠাৎ ঘরে ঢুকে পড়ে এবং নামাজে অবস্থানরত হোসনেয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে নগদ টাকা, বৃদ্ধার শরীরে থাকা স্বর্ণের তাবিজ ও অন্যান্য স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়।
ভুক্তভোগীর ছেলে মো. মহিউদ্দিন বলেন, আমরা আগেই শুনছিলাম, আমাদের বাড়িতে হামলার প্রস্তুতি চলছে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। সেদিন আমাদের বাড়িতে হামলা, লুটপাট ও ডাকাতি সবই হয়েছে। দুর্বৃত্তরা আমার বৃদ্ধ মাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে। আমার ভাই আওয়ামী লীগের উপজেলা শাখার কোষাধ্যক্ষ ছিলেন, একইসঙ্গে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও ছিলেন। তিনি এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করেছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সবসময়। আজ আমাদের মা না ফেরার দেশে চলে গেছেন। এ শোক ও ক্ষতির কোনো সান্ত্বনা নেই আমাদের জন্য। আমরা এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, নামাজরত অবস্থায় বৃদ্ধ মাকে কুপিয়ে ডাকাতির খবর পেয়ে আর্মিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। আজ সকাল ৭টায় ভুক্তভোগী বৃদ্ধা মারা গেছেন। এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: