দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০
প্রকাশিত:
৫ জুলাই ২০২৫ ১৬:০৮
আপডেট:
৫ জুলাই ২০২৫ ২৩:২৫

সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন উভয় বাসের অন্তত আরও ২০ যাত্রী। শনিবার ভোর সোয়া ৬টায় দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া বাজার এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার তেতুলিয়া গ্রামের ফয়ছল আহমদ(৫০), সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা মনিপুর চা বাগান এলাকার মুর্শেদ মিয়া (৫০), পীরের বাজারের আব্দুন ণুর (২৫), জালালাবাদ ক্যান্টেনমেন্ট এলাকার কামরুল ইসলাম (৪০), বরিশালের নাফিজুর রহমান (৩৫),নরসিংদি শিপুর এলাকার কাজল মিয়া (৪০) ও সুনামগঞ্জের জাউয়াবাজার এলাকার বাবুল মিয়া (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে এনা পরিবহণের একটি বাস। অন্যদিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ইউনিক পরিবহণের একটি বাস। শনিবার সকাল সোয়া ৬টা দিকে বাস দুটি কুরুয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহণের হেলপার রাজু মারা যায়। আহত হন উভয় বাসের চালকসহ আরও ২০ যাত্রী। ঘটনার পর পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ডিএম /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: