পড়ে যাওয়া কলম তোলার সময় সাপের দংশন, শিশুর মৃত্যু
প্রকাশিত:
২ জুলাই ২০২৫ ১৪:৫৯
আপডেট:
২ জুলাই ২০২৫ ১৪:৫৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাপের দংশনে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় মৃত্যু হয় তার।
এর আগে, একই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজ বসতঘরে শিশুটিকে সাপে দংশন করে। ঘটনার সময় হাত থেকে পড়ে যাওয়া কলম তুলতে গিয়েছিল সে।
মৃত শিশুর নাম মোসাম্মৎ হাবিবা। সে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ির মো. হানিফের মেয়ে। হাবিবা স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম বলেন, ‘মঙ্গলবার দুপুরে মাদরাসা থেকে ক্লাস শেষ করে বাড়িতে যায় হাবিবা। এরপর বসতঘরে দুপুর ২টার দিকে হাবিবার হাত থেকে চালের ড্রামের পাশে একটি কলম পড়ে যায়। মাটি থেকে কলম নেওয়ার সময় হাবিবাকে বিষধর সাপ কামড় দিয়ে চলে যায়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: