রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


প্রযোজক হৃদয়বান হলে শাকিবের সঙ্গে সিনেমায় দেখা যাবে : অপু বিশ্বাস


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬ ১৩:১০

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ০৫:২০

ছবি-সংগৃহীত

প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন; কথা বলেন তার নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে। এ সময় উঠে আসে শাকিব খান প্রসঙ্গ; তার সঙ্গে পুনরায় কাজের সম্ভাবনা নিয়েও মুখ খোলেন নায়িকা।

ঢালিউডে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হয়ে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে তাদের সম্পর্কের জেরে পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি। তাই ভক্তদের দীর্ঘদিনের প্রশ্ন, আবারও কি এই জুটিকে পর্দায় দেখা যাবে?

এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস শাকিব খানের প্রশংসা করে বলেন, তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই আপনাদের এই ইচ্ছার বিষয়ে বলতে চাই, যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তবে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু আরও যোগ করেন, আমি আর শাকিব মোট ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে।

এদিকে নিজের কামব্যাক চলচ্চিত্র ‘দুর্বার’ নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় এই থ্রিলারধর্মী সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে অপুর রক্তমাখা মুখ এবং রহস্যময় চাহনি ভক্তদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে এমন দুর্ধর্ষ লুকে তাকে আগে কখনো দেখা যায়নি।

সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে অপু রহস্য বজায় রেখে বলেন, এই উত্তর আপাতত আমারও অজানা। যখন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তখনই দর্শকরা সব জানতে পারবেন।

বর্তমানে ‘দুর্বার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বড় কোনো উৎসবে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top