সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের
প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬ ১১:১২
আপডেট:
৮ জানুয়ারী ২০২৬ ১২:০২
মালয়েশিয়ান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান মারা গেছেন। গত ৩ জানুয়ারি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর।
আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আথিরার মৃত্যুর ব্যাপারে প্রাথমিক ধারণা, রাত আড়াইটার দিকে রাস্তার ডান লেনে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। এ সময় আর একজন মোটরসাইকেল আরোহী তাকে ওভারট্রেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের।
দুর্ঘটনার খবর পেয়ে মেডিকেল টিম এবং দমকল কর্মীরা উদ্ধারের জন্য ছুটে যান। এ সময় ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় অন্য মোটরসাইকেল আরোহী হাত ও পায়ের বিভিন্ন অংশ আঘাত পেয়েছেন। তিনি মালয়েশিয়ার টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর আথিরা তার বাবার খাবারের দোকানের জনপ্রিয় ভারতীয় ফ্ল্যাটব্রেড, রুটি কানাই উল্টানোর জন্য পরিচিত ছিলেন।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: