রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৩শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


‘যে ঝামেলা পাকাচ্ছে, সে আবার শান্তিতে পুরস্কার চাইছে’, ট্রাম্পকে কটাক্ষ সালমানের


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৪

ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমার পাশাপাশি ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। এরই মধ্যে শোটির ১৯তম সিজন শুরু হয়েছে। শনিবারের (৬ সেপ্টেবর) পর্বটি আলোচনার জন্ম দিয়েছে।

‘বিগ বস’-এ ‘উইকেন্ড কা ভার’-এর মঞ্চে প্রতিযোগী ফারহানা ভাটের উপর ক্ষোভ প্রকাশ করেন সালমান খান। ফারহানা নিজেকে ‘শান্তি কর্মী’ বলে পরিচয় দেন। কিন্তু তার ভাষা, ঝগড়া উসকে দেওয়া এবং তুচ্ছ বিষয় নিয়ে সমস্যা তৈরি করার জন্য তাকে তিরস্কার করেন সালমান। ভর্ৎসনা করতে গিয়েই হঠাৎ সালমান মন্তব্য করেন, ‘যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!’

সরাসরি নাম না করলেও, দর্শক ও নেটিজেনরা সঙ্গে সঙ্গেই বুঝে যান সালমানের ইঙ্গিত আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই। কারণ, গত কয়েক মাস ধরে ট্রাম্প একাধিক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি করে আসছেন। কখনও ভারত-পাকিস্তান, কখনও বা ইসরায়েল-ফিলিস্তিন। অথচ সংশ্লিষ্ট পক্ষগুলি বারবার তার সেই দাবি নাকচ করেছে। তবুও সমর্থকেরা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন। সালমানের এক লাইনের মন্তব্যে যেন গোটা বিতর্কই উঠে এল।

ভারতীয় সংবাদমাধ্যম নতুন এই পর্বটি সম্প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয় সেই ক্লিপ। টুইটার থেকে রেডিট- সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি। এক নেটিজেন মজা করে লিখলেন, ‘সালমান আসলেই নিউজ দেখে নাকি!’ অন্যজনের ভাষায়, ‘ভাইজানের এই লাইনটা একেবারে অসাধারণ।’ এমনকি কেউ ঠাট্টা করে লিখেছেন, ‘এবার দেখি ট্রাম্প কী জবাব দেন!’

উল্লেখ্য, ‘বিগ বস ১৯’-এর সূচনাই হয়েছিল রেকর্ড ভিউয়ারশিপ দিয়ে। সপ্তাহান্তে সালমানের উপস্থিতি শো-এর বাড়তি আকর্ষণ। প্রতিযোগীদের ব্যক্তিগত লড়াই, ভেতরের নাটক, আর সঞ্চালকের খোলামেলা মন্তব্য মিলিয়ে দর্শক চোখ সরাতে পারছেন না।

সম্প্রতি আলোচনায় এসেছেন সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিকও। শোতে তার অলস আচরণ নিয়ে সরাসরি কটাক্ষ করেছেন সালমান। এক প্রোমোতে তাকে বলতে শোনা যায়- ‘শো-এর বাইরে আপনার যে ইমেজ ছিল, সেটি এখন আরও খারাপ হতে চলেছে।’

নিয়ম ভেঙে দিনের বেলা ঘুমিয়ে পড়ার অভ্যাসের কারণেই আমাল দর্শক ও নির্মাতাদের বিরক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

রিয়েলিটি শোর পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে সক্রিয় সালমান খান। বিগ বসের শুটিংয়ের ফাঁকেই তিনি ব্যস্ত আছেন নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শ্যুটিংয়ে। পরিচালক অপূর্ব লাখিয়ার এই যুদ্ধভিত্তিক ছবির কাজ চলছে লাদাখে। কাহিনিতে তুলে ধরা হচ্ছে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনার সংঘর্ষ।

সব মিলিয়ে ছোট পর্দায় রাজনৈতিক মন্তব্য আর বড় পর্দায় বাস্তব যুদ্ধের গল্প- সালমান খানের প্রভাব যেন দুই জগতেই সমানভাবে আলোচনায় রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top