কারিনাকে নিয়ে অস্বস্তিতে সোহা
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৮:৩৯
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০০:৩৩

বলিউডের আলোচনায় বারবার উঠে আসে অভিনেত্রী কারিনা কাপুরের নাম। কখনো সিনেমা, কখনো ব্যক্তিগত জীবন, আবার কখনো বন্ধুদের নিয়ে তার খোলামেলা মন্তব্যই তাকে রাখে শিরোনামে। বি-টাউনে অনেকেই তাকে ‘গসিপ কুইন’ বলে ডাকেন।
অনেকে অভিযোগ করেন, কারিনা প্রচারের আলো নিজের দিকে রাখতেই পছন্দ করেন। তিনি যেখানে মধ্যমণি নন, সেখানে নাকি থাকতেই চান না।
তবে পরিবারের ভেতরে কারিনার অন্য একটি রূপ দেখেন তার ননদ, অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, কারিনাকে নিয়ে বাইরে অনেক কথা শোনা গেলেও বৌদি হিসেবে তিনি ভিন্নরকম।
সোহা বলেন, ‘কারিনা খোলামেলা স্বভাবের হলেও একদমই বেপরোয়া নন। ওকে নিয়ে অনেকে বলেন, সব খবর নাকি ও-ই ছড়ায়। কিন্তু আসলে কারিনা কখনোই নিজের সূত্র ফাঁস করে না। বরং ও অনেক পরিণত। কারো ব্যক্তিগত বিষয় জনসমক্ষে আনে না।’
তিনি আরও যোগ করেন, ‘রাত দুইটায় যদি কোনো খবর জানতে হয়, আমি কারিনাকেই ফোন করি। ও তখন যতটুকু বলতে চায়, শুধু ততটুকুই বলে। কিন্তু ওর ভেতরে আরও অনেক ভালো দিক আছে, যেগুলো বাইরে থেকে বোঝা যায় না।’
কারিনা কাপুর বরাবরই বি-টাউনের কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে সোহা বেশ লাজুক, মিতভাষী স্বভাবের। তবু বৌদির খোলামেলা ব্যবহার তাকে মুগ্ধ করে। সোহা বলেন, ‘আমাদের স্বভাব আলাদা হলেও আমি করিনার খোলামেলা মানসিকতাকে ভীষণ পছন্দ করি।’
পর্দায় কারিনার খুব ঘনিষ্ঠ বন্ধু খুব বেশি নেই। তবে যারা কাছে আছেন, তাদের মধ্যে কেউই খুব বড় মাপের তারকা নন। অনেকেই মনে করেন, এ কারণেই হয়তো কারিনাকে ‘গসিপ কুইন’ ট্যাগ দেওয়া হয়।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: