শাকিবের ছবিতে খলনায়ক তৌকীর, যা বললেন অভিনেতা
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৫:৪১
আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ১৯:৩৬

প্রতিনিয়ত নিজেকে ভাঙেন শাকিব খান। তার সিনেমাগুলোতে আজকাল গুণী অভিনেতাদের মিলন মেলা বসে। গেল কয়েক বছরে মুক্তিপ্রাপ্ত এ নায়কের সিনেমা-ই তার প্রমাণ। গুঞ্জন উঠেছে এবার শাকিবের ছবিতে খলনায়ক চরিত্রে নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। কিং খানকে নিয়ে একটি ছবি বানাচ্ছেন সাকিব ফাহাদ। সে ছবিতেই নাকি দেখা যাবে এ অভিনেতাকে।
বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হলে মুখ খোলেননি তৌকীর আহমেদ। তবে উড়িয়েও দিলেন না। ঢাকা মেইলকে বললেন, বিষয়টি আইডিয়া লেভেলে আছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি।
সংবাদমাধ্যমকে একাধিক সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের ১০ তারিখ শুটিং শুরু হবে সিনেমাটির। এরমধ্যে সব শিল্পী নির্বাচন শেষ হয়েছে। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এটি আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শুরুতে জানা গিয়েছিল, শাকিবকে সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ছবিতে। তবে একাধিক সূত্র জানিয়েছে সেনা কর্মকর্তা না, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে। ক্যারিয়ারে একাধিক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেছে যে।
জানা গেছে, ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে থাইল্যান্ডে। পাশাপাশি দেশেও হবে দৃশ্যধারণের কাজ। এতে কাজ করবেন বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন। এরইমধ্যে নেওয়া হয়েছে সরকারের অনুমতি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: