মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ধানুশের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর


প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ১৩:৩৮

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১৮:৩৪

ছবি সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে সম্প্রতি বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন পার্টি ও ছবির স্ক্রিনিংয়ে দু’জনকে একসঙ্গে দেখতে পাওয়ার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়েছে নেটিজেনদের মাঝে।

এদিকে ম্রুণাল ঠাকুরের ইনস্টাগ্রামে ধনুশের বোনদের ফলো করার বিষয়টিও এই গুঞ্জনের পালে জোর হাওয়া দেয়। তাদের একসঙ্গে একটি ভাইরাল ভিডিও যেন এই জল্পনাকে আরও উসকে দেয়। অবশেষে এই সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর এই গুঞ্জনকে সম্পূর্ণ ‘ধানুশ শুধু আমার একজন ভালো বন্ধু।’

'সন অফ সর্দার ২'-এর প্রিমিয়ারে ধনুশের উপস্থিতি নিয়ে যে জল্পনা চলছিল, সে প্রসঙ্গেও ম্রুণাল জানান, সেই অনুষ্ঠানে ধানুশ এসেছিলেন অজয় দেবগনের আমন্ত্রণে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এর আগে 'তেরে ইশক মে' ছবির পার্টিতে ধনুশের সঙ্গে মৃণালকে দেখা গিয়েছিল।

এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন প্রথম সামনে আসে। দীর্ঘ ১৮ বছর ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই ছেলে রয়েছে, লিঙ্গা এবং ভ্রমণ। যদিও বিচ্ছেদের পরেও তাদের একসঙ্গে দেখা যায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top