রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৬শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


খ্যাতির জন্য বড় ক্ষতির মুখোমুখি সুইনি, যা বললেন অভিনেত্রী


প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ১২:১৭

আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১৫:২৪

ছবি সংগৃহীত

হলিউডের তরুণ ও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সিডনি সুইনি। সম্প্রতি মার্কিন ফ্যাশন ব্র্যান্ড আমেরিকান ঈগলের শরৎকালীন সংগ্রহের পোশাকে মডেল হয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েন। যা নিয়ে এবার মুখ খুললেন তিনি।

২৭ বছর বয়সি অভিনেত্রী জানিয়েছেন, খ্যাতির দ্রুত উত্থান তাকে ব্যক্তিগত জীবনে এক বড় ক্ষতির মুখোমুখি করেছে। তা হলো— তার ব্যক্তিগত গোপনীয়তা হারানো।

দ্য টাইমস ইউকে–কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউফোরিয়া ও ম্যাডাম ওয়েব–খ্যাত এই তারকা জানান, জনসম্মুখে ক্রমাগত আলোচনায় থাকা তার জীবনকে একেবারেই বদলে দিয়েছে।

সিডনির ভাষায়, ‘গোপনীয়তা খুব বড় ব্যাপার। এটা যে কতটা মূল্যবান, আপনি সেটা হারানোর পরেই বুঝতে পারবেন। আমি সবসময় দেখি—‘ওরা তো নিজেই বিক্রি হয়ে গেছে, ওরা জানত কীসে সই দিচ্ছে।’ কিন্তু এই আমি জানতামই না আমি কিসে সই করছি’।

তিনি জানান, নিজের বাড়ির বাইরে পাপারাজ্জিদের ভিড় এবং ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার নজরদারি তার কাছে ‘পাগলাটে’ ও ‘অবাস্তব’ মনে হয়। এখন তিনি অনেক বেশি সতর্ক, খুব অল্প কয়েকজন বিশ্বাসযোগ্য মানুষকেই জীবনে জায়গা দেন।

সিডনির এই মন্তব্য এমন এক সময় এলো যখন তিনি আমেরিকান ঈগল–এর ‘গুড জিন্স’ প্রচারণা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সমালোচকরা বিজ্ঞাপনটিকে ‘ইউজেনিক্স’ এবং ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদ’ প্রচারের অভিযোগ তুলেছেন।

এ নিয়ে আমেরিকান ঈগল এক বিবৃতিতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বলেছে, ‘Sydney Sweeney Has Great Jeans’ প্রচারণাটি আসলেই ছিল জিন্স নিয়ে। তার জিন্স, তার গল্প নিয়ে। আমরা সবাই কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতো করে আমাদের AE জিন্স পরি, সেটাই উদযাপন করব। দারুণ জিন্স সবার কাছেই ভালো লাগে’।

এদিকে ক্যারিয়ার যত এগোচ্ছে, সিডনি জানালেন জনসম্মুখে থাকার চাপ তাকে আরও বেশি করে বিশ্বাসকে মূল্য দিতে শিখিয়েছে।

তার ভাষ্যে, ‘আমি সবসময়ই সতর্ক ছিলাম। এখন অবশ্য আরও বেশি’।

খ্যাতির আড়ালের এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়—গ্ল্যামারের পেছনে অনেক তারকাকেই ব্যক্তিগত জীবনের চড়া মূল্য দিতে হয়। সূত্র: সামা নিউজ


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top