শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫ ১৭:৩৭

আপডেট:
১৯ জুলাই ২০২৫ ২২:৪০

ছবি সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট মারা গেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাতে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন ভেঙ্কট। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত কিডনির কার্যক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেলে তিনি মারা যান।

এর আগে ফিশ ভেঙ্কটের মেয়ে ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তার বাবার কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা, তবে ৫০ লাখ রুপি খরচের কারণে পরিবার তা করাতে পারছিল না।

ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, “বাবা ভালো নেই, অবস্থা খুবই সিরিয়াস। তাকে আইসিইউতে রাখা হয়েছে। কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য অন্তত ৫০ লাখ রুপি প্রয়োজন।”

পরে জানা যায়, অভিনেতা পবন কল্যাণ এবং বিশ্বক সেন ভেঙ্কটের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আর্থিক সহায়তা নিয়ে।

ফিশ ভেঙ্কটের আসল নাম ভেঙ্কট রাজ। হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেতা ২০০০ সালের শুরুর দিকে তেলেগু সিনেমায় অভিনয় জীবন শুরু করেন। ‘খুশি’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু হলেও তিনি ‘বান্নি’, ‘অধুরস’, ‘ধি’ এবং ‘মিরাপাকায়’-এর মতো জনপ্রিয় সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করেন। তার স্বতঃস্ফূর্ত কমিক টাইমিং এবং টেলেঙ্গানা উচ্চারণে কথা বলার ভঙ্গি তাকে দ্রুত দর্শকদের প্রিয় করে তোলে।

এদিকে অভিনেতার মৃত্যুতে শোকাহত তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি এবং ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু তারকা ও ভক্ত ফিশ ভেঙ্কটের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি শেয়ার করে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

সবশেষ তিনি ‘স্লাম ডগ হাজবেন্ড’, ‘নারকাসুরা’ এবং ‘কফি উইথ এ কিলার’-এর মতো সিনেমায় অভিনয় করেছিলেন।

তেলেগু সিনেমায় কমেডি চরিত্রে ফিশ ভেঙ্কটের অবদান দর্শকদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তার কাজের মধ্য দিয়ে যে আনন্দ ও হাসি তিনি দর্শকদের উপহার দিয়েছেন, তার শূন্যতা গভীরভাবে অনুভূত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী সুভর্ণা এবং মেয়ে শ্রীবন্তিকে রেখে গেছেন।

ডিএম /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top