এ দেশে শিল্পীদের কদর নেই, ফারিয়া ইস্যুতে তমা মির্জা
প্রকাশিত:
১৯ মে ২০২৫ ১৬:৩৪
আপডেট:
১৯ মে ২০২৫ ২১:৫১

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করায় শিল্পাঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে প্রতিবাদও করেছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে কথা বললেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। দেশে শিল্পীদের কদর নেই বলে মনে করছেন তিনি।
আজ সোমবার তমা নিজের ফেসবুকে লিখেছেন, একজন অভিনেত্রীকে খুনী বলা এতো সহজ? এ দেশে শিল্পীদের কদর নেই ।
এদিকে তমা ছাড়াও অনেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছেন সামাজিক মাধ্যমে। আজমেরি হক বাঁধন, আশফাক নিপুন, খায়রুল বাসারসহ বিনোদন অঙ্গনের অনেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখান হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: