অপারেশন সিঁদুর সিনেমার ঘোষণা করে ‘নির্লজ্জ’ আখ্যা পেল বলিউড!
প্রকাশিত:
১০ মে ২০২৫ ১০:৫৭
আপডেট:
১০ মে ২০২৫ ১৩:৫৮

বলিউডের পর্দায় পাকিস্তানকে ‘ভিলেন’ রূপ দেওয়া নতুন কিছু নয়! এখন পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নানা সিনেমা নির্মাণ করেছে ভারত, আর সেগুলো বেশ সাড়াও ফেলেছে বক্স অফিসে। যার মধ্যে রয়েছে ‘উরি দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বর্ডার’, ‘এলওসি কার্গিল’-এর মতো কিছু ছবি।
কাশ্মিরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তান- এই দুই প্রতিবেশী দেশের চলছিল তীব্র উত্তেজনা। এরপর গত বুধবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একরকম আগুনে ঘি ঢালে ভারত; যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। আর সে ঘটনাই এবার বলিউডের এবার নতুন সিনেমার প্লট!
এর আগে এ নিয়ে বলিউদের ১৫ টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নামটি রেজিস্টার করে। তার ৪৮ ঘণ্টা না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। আর তা দেখেই ব্যাপক রেগে যায় ভারতীয়দের একাংশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, ‘অপারেশন সিঁদুর’ নামে এই সিনেমার পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। গত শুক্রবার রাতে সিনেমার পোস্টার ফাঁস করেন তারা। রণক্ষেত্রে সেনাদের পোশাকে এক নারী কপালে সিঁদুর দিচ্ছেন। পোস্টারের ওপরে লেখা- ‘ভারত মাতা কী জয়।’ আর সেই পোস্টার দেখেই নানা প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা।
তাদের মন্তব্য এমন, ‘জনসমক্ষে বলিউড তারকাদের প্রতিবাদ করার সাহস না থাক, তবে এসব ঘটনা নিয়ে সিনেমা বানিয়ে টাকা কামানোর বেলায় আছে।’ আরেক নেটিজেনের কটাক্ষ, ‘দেশের সেনাবাহিনী যখন সীমান্তে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে, তখন এরা সুযোগ বুঝে মুনাফা লুটছে।’ আবার কেউ সরাসরি ‘নির্লজ্জ, লোভী’ বলে কটাক্ষ করলেন।
কেউ বা আবার এরকম গুরুগম্ভীর বিষয়ের ওপর নির্মিত সিনেমার পোস্টার এআই দিয়ে বানানোর কারণে খুব খেপেছেন। কারও বা কটাক্ষ, ‘নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গেছে এরা।’ সবমিলিয়ে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার বর্তমানে চর্চার শিরোনামে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: