‘মেয়েটি কান্না আর চিৎকার করে আমার বিরুদ্ধে মিথ্যা বলছিল’
 প্রকাশিত: 
                                                ১০ আগস্ট ২০২৩ ২২:৫৪
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৫৫
                                                
 
                                        সম্প্রতি রাজধানীর উত্তরায় ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ শিরোনামের একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। এ নিয়ে ডিরেক্টরস গিল্ডে লিখিত অভিযোগ করেছেন নাটকটির নির্মাতা আদিব হাসান।
জানা গেছে, শুক্রবার নাটকটির দ্বিতীয় দিনের শুটিং ছিল। কিন্তু সেটে সময়মতো না আসায় চমককে ফোন করলে রেগে যান তিনি। আদিফব হাসান তাকে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন, এ রকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’ এসব কথা শোনার পর আরও বেশি উত্তেজিত হন চমক। নির্মাতাকে জানিয়ে দেন, তিনি আর শুটিং করবেন না। নির্মাতা তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন।
এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন অভিনেতা মাসুম বাশার। এক পর্যায়ে পুলিশে খবর দেন চমক। কাঁদতে কাঁদতে তিনি অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।
বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমকে আক্ষেপ করে মাসুম বাশার বলেন, ‘আমার জীবনে শুটিং সেটে এরকম ঘঠনা কখনো ঘটেনি। মেয়েটি শুটিং সেটে কান্না আর চিৎকার করে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলল, এটি আমার জন্য বড় অপমানের।’
এই অভিনেতা বলেন, ‘এ ধরণের আচারন আমার সঙ্গে আগে কেউ করেনি। মেয়েটি আমাকে নিয়ে যা বলছে সবই মিথ্যা। আমি নাকি তাকে মারতে যাচ্ছিলাম। সে যতগুলো কথা বলেছে সবই মিথ্যা। এখন দেখা যাক, অভিনয় শিল্পী সংঘ কি করে। আমার সংগঠনের প্রতি আস্থা আছে। আমি দেখেছি, আমাকে নিয়ে মিথ্যা ঘটনা ছড়ানো হচ্ছে, কিন্তু সংগঠন আমাকে বলেছে কথা না বলতে। আমি তাদের কথা শুনেছি।’
এর আগে চমক বলেন, ‘সেদিন শুটিং স্পটে আমাকে থ্রেট দেওয়া হয়েছিল। খুব ভয় পেয়েছিলাম। এখন ধরুন আপনি একটা কাজে বের হয়েছেন, কিন্তু আপনার মনে একটা ভয় কাজ করছে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে আপনার। তখন আপনি কী করবেন? এই ভাবনাটাই আমার মধ্যে কাজ করেছে সেদিন। যার জন্য রিস্ক নিতে চাইনি, পুলিশের হেল্প নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘পুলিশ আনার ঘটনায় আমারও খারাপ লেগেছে। সেদিন এমন কিছুই ঘটল যার কারণে একই ইন্ডাস্ট্রিতে কাজ করেও পুলিশ আনতে হলো। আমি তো কম করে হলেও ১৫০ শুটিং হাউসে কাজ করেছি, কই কোনোদিন তো পুলিশ ডাকতে হয়নি। নিশ্চয়ই সেদিন যা ঘটেছে তার জন্য আমার পুলিশকেই নিরাপদ মনে হয়েছে।’
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: