পাইরেসির শিকার ‘সুড়ঙ্গ’, অনলাইনে দেখা যাচ্ছে সিনেমা
 প্রকাশিত: 
                                                ২৪ জুলাই ২০২৩ ২২:২৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:২৭
                                                
 
                                        ঈদে মুক্তির চতূর্থ সপ্তাহেও প্রেক্ষাগৃহে চলছে নির্মাতা রায়হান রাফি ও অভিনেতা আফরান নিশোর সিনেমা ‘সুড়ঙ্গ’। দেশের গণ্ডি পেরিয়ে বাহিরেও চলছে এই সিনেমার জয়জয়কার।
তবে এরই মধ্যে পাইরেসির শিকার হয়েছে ছবিটি। অনলাইনে বেশ কয়েকটি সাইটে ‘সুড়ঙ্গ’ সিনেমার হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে।
বিষয়টি চোখে পড়েছে ‘সুড়ঙ্গ’র প্রযোজনা প্রতিষ্ঠান চরকির। ইতোমধ্যেই ইউটিউব ও ফেসবুক থেকে ৪০০-৫০০ ভিডিও নামিয়ে ফেলেছে তারা। আরও বাকি থাকা কিছু ভিডিও দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা চলছে।
এদিকে, মঙ্গলবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গের ৩১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। সেখানে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশের এই সিনেমা।
প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’তে আফরান নিশো-তমা মির্জা ছাড়াও আরও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। পশ্চিমবঙ্গে ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: