চোখ ফুলে গেছে উরফির
 প্রকাশিত: 
                                                ১৮ জুলাই ২০২৩ ২১:৪৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১৭
                                                
 
                                        ফ্যাশনের জন্য আলোচিত ও বিতর্কিত মুখ হিসেবে পরিচিত উরফি জাভেদ। অদ্ভুত সকল পোশাক পরিধানের জন্য প্রায় সময়েই সংবাদের শিরোনাম হন তিনি।
এবার নিজের চোখের নিচের কালো দাগ দূর করতে ‘ফিলার’ করিয়ে বিপাকে পড়েছেন এই মডেল। উরফির ভাষ্য, নিজেকেই এখন চিনতে পারছেন না তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমার চোখের নিচে ডার্ক সার্কেলের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই কারণেই এই ফিলার করাই। কিন্তু এখন মুখটা জঘন্য লাগছে। নিজের দিকে তাকাতে পারছি না। মেকআপেও যেন ঢাকা যাচ্ছে না। এখন মনে হচ্ছে কেন করলাম!’
উরফীর সেই ছবি দেখে চমকে উঠেছেন অনুরাগীরাও। চোখ ফুলে উঠেছে। লাল হয়ে আছে। কেউ কেউ প্রশ্ন করেছে, ‘আগেই তো ঠিক ছিলেন, কেনো এমন করতে গেলেন? কারো মন্তব্য, ‘এখন দেখতে বিশ্রি লাগছে।’
উল্লেখ্য, ২০১৬ সালে ‘বাড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন উরফি। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়াল ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: