ডেট করতে পাঁচ তারকা হোটেলে যেতে চাইতেন উরফি
 প্রকাশিত: 
                                                ৯ জুলাই ২০২৩ ২২:৩৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:০৪
                                                
 
                                        অদ্ভুত সকল পোশাক পরিধান ও ফ্যাশনের জন্য বরাবরই আলোচনায় থাকেন ভারতীয় মডেল উরফি জাভেদ। লোকের নিন্দাকে পরোয়া না করে নিজের মতো করেই সাজতে ব্যস্ত থাকেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে উরফি বলেন, ‘এসকল সমালোচনা আমি মাথায়ই নেই না। কারণ এখন অনেক বদলে গিয়েছি। টাকা পয়সা আমাকে আকৃষ্ট করে না। কারণ আমি নিজেই টাকা রোজগার করি।’
এই মডেল আরও বলেন, ‘যারা সমালোচনা করছে আমি তাদের বিয়ে করতে যাচ্ছি না বা তাদের মায়ের সঙ্গেও দেখা করতে যাচ্ছি না। তাই আমার যা ইচ্ছা সেটাই পরবো। এটাই আমার কাজ।’
উরফি জানালেন, এখন কারো সঙ্গে ডেটে যাওয়ার আগে তার টাকা পয়সা না দেখলেও একটা সময় টাকা পয়সা দেখেই ডেটে যেতেন। কারণ তিনি বিএমডাব্লিউ, অডি পছন্দ করতেন।
উরফির কথায়, ‘ডেটে যাওয়ার আমার একটাই ক্রাইটেরিয়া থাকত। আমি সেই ব্যক্তির বিএমডাব্লিউ বা অডি দেখলেই পছন্দ করে ফেলতাম। কারণ আমি সবসময় পাঁচ তারকা হোটেলে যেতে চাইতাম। কোনো ক্যাফেতে নয়।’
উরফি আরও জানান, কেউ তাকে কখনো পাত্তা না দিলে তিনি সেটা সহজেই ভুলে যেতে পারতেন। মডেলের ভাষ্য, ‘কেউ আমাকে প্রত্যাখান করলে আমিও তাকে আর পাত্তা দিতাম না। নিজেকে বলতাম, যে আমাকে ফিরিয়ে দিয়েছে সে নিজে পরে আমার জন্য আফসোস করবে।’
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: