যমজ সন্তানের মা হলেন জনপ্রিয় ইউটিউবারের প্রথম স্ত্রী
 প্রকাশিত: 
                                                ২৭ এপ্রিল ২০২৩ ০১:৫১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৩:৩২
                                                
 
                                        একসঙ্গে দুই স্ত্রী অন্তঃসত্ত্বা এমন খবরে চারদিকে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ভারতীয় জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। এরপর থেকেই বিভিন্ন সময়ে এই ত্রয়ীর খবর জানতে কৌতূহলী চোখ রাখেন ভক্তরা।
অবশ্য নিরাশও করেননি, মাঝেমধ্যেই সোশ্যাল হ্যান্ডেলে টুকটাক আপডেট দিতেন আরমান ও তার স্ত্রীরা। এবার ভাগ করে নিলেন আরেকটি সুসংবাদ।
সদ্যই দ্বিতীয় স্ত্রী কৃতিকার কোলে এসেছে রাজপুত্র জায়েদ। কয়েক দিনের মধ্যেই মা হলেন আরমানের প্রথম স্ত্রী পায়েল মালিকও। যমজ সন্তানের জন্ম দিলেন তিনি। হাসপাতালের বিছানায় পায়েলের শুয়ে থাকার ছবি শেয়ার করে সুখবর দিলেন ইউটিউবার আরমান।
ডেলিভারির আগে পায়েল শারীরিক অবস্থা বেশ খানিকটা খারাপ হয়ে গিয়েছিল। চিকিৎসকের দেওয়া ডেলিভারি ডেট অনুযায়ীই হাসপাতালে ভর্তি হন পায়েল। বুধবার (২৬ এপ্রিল) পায়েল-আরমানের জীবনে এলো জোড়া খুশি।
জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরও একবার বাবা হওয়ার আনন্দ শেয়ার করেছেন। আরমানের শেয়ার করা ওই পোস্টে দেখা যাচ্ছ, পায়েল হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। পাশে রয়েছেন তার সতীন কৃতিকা মালিক। মাকে দেখতে হাসপাতালে এসেছে পায়েলের প্রথম সন্তান চিরায়ুও। তবে সকলের মাঝে নজর কেড়েছে পোজ দিয়ে আরমানের ছবি তোলা।
সপরিবারে ছবি শেয়ার করে ইউটিউবার আরমান মালিক লিখেছেন, ‘অবশেষে মা হলো পায়েল।’ আরমানের শেয়ার করা ছবি দ্রুত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা তাকে শুভেচ্ছাও জানিয়েছেন। যমজ সন্তানের মুখ দেখানোর আবদারও করেছেন অনেকে।
প্রসঙ্গত, এ নিয়ে তৃতীয়বারের মতো বাবা হলেন আরমান। তার সন্তান এখন চারজন; চিরায়ু মালিক, জায়েদ মালিক ও সদ্য নবাগত এই দুই শিশু। প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে বিবাহবন্ধনে থাকাকালীনই ঘরে তোলেন দ্বিতীয় স্ত্রী কৃতিকাকে। সতীনকে হাসিমুখেই বরণ করে নেন পায়েল। স্ত্রী-সন্তানদের নিয়ে সুখের সংসার আরমান মালিকের।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: