কলকাতা মাতাতে আসছেন সালমান খান
 প্রকাশিত: 
                                                ২০ এপ্রিল ২০২৩ ১৭:১৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৩:৩২
                                                
 
                                        সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কলকাতায় আসছেন সালমান খান। ১৩ মে কলকাতায় 'দ্যা-ব্যাং' কনসার্ট করবেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে এই কনসার্ট হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যায়। এনিয়ে বেশ মন খারাপ হয়েছিল সালমানের কলকাতা ভক্তদের। অবশেষে খুশির খবর তাদের জন্য।
সালমানের সঙ্গে বলিউডের একাধিক জনপ্রিয় তারকাও আসবেন ওই কনসার্টে।
'দ্যা-ব্যাং' কনসার্টে সালমানের সঙ্গে উপস্থিত থাকতে পারেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ুষ শর্মা, গুরু রানধাওয়া।
১৩ মে ইস্টবেঙ্গল মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। টিকিটের মূল্য শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। এরপর ধাপে ধাপে টিকিটের দাম ১৫০০ টাকা, ১৬৫০ টাকা, ২৫০০ টাকা এবং ৩৫০০ টাকা। সর্বাধিক টিকিটের মূল্য ২৫ হাজার টাকা।
এদিকে ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত সিনেমা 'কিসি কা ভাই, কিসি কি জান' সিনেমাটি। ইতোমধ্যেই ভাইজান ভক্তরা সিনেমার ট্রেলার দেখেই বেশ উচ্ছ্বসিত।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: