বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


সরকারি প্রাথমিকের ডিপিএড-সিইনএড শিক্ষকদের জন্য বড় সুখবর


প্রকাশিত:
১৫ মে ২০২৫ ১১:৪৪

আপডেট:
১৫ মে ২০২৫ ১৭:০৩

ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিপিএড (ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন) ও সিইনএড (সার্টিফিকেট-ইন-এডুকেশন) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন ভাতাদি পরিশোধের অনুমোদন দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। দেশের ৫১৩টি উপজেলা ও থানার আওতাধীন, শিক্ষকদের এই অর্থ চলতি (২০২৪-২৫) অর্থবছরের বাজেট থেকেই পরিশোধ করা হবে।

বুধবার (১৪ মে) ডিপিই থেকে জারি করা একটি স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ডিপিএড ও সিইনএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বেতন নির্ধারণ জনিত বকেয়া পরিশোধে মাঠ পর্যায়ে ব্যয় করার অনুমতি দেওয়া হয়েছে।

ডিপিইর অর্থ-রাজস্ব ও অর্থ-বিভাগের উপপরিচালক মো. নুরল ইসলামের স্বাক্ষর করা ওই স্মারকে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ের নির্দেশনা অনুযায়ী এসব ব্যয় চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) পরিচালন বাজেট থেকে পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী, দেশের ৫১৩টি উপজেলা বা থানা শিক্ষা অফিসের আওতায় থাকা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন-ভাতাদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ থেকে বরাদ্দকৃত অর্থ থেকে পরিশোধ করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, উপজেলা বা থানার আয়ন ব্যয়ন কর্মকর্তারা নিয়মিত বরাদ্দ থেকে এই অর্থ ব্যয় করতে পারবেন। তবে বকেয়া অর্থ পরিশোধে সরকারের সব আর্থিক বিধি-বিধান মেনে চলতে হবে। এক্ষেত্রে যদি অতিরিক্ত অর্থ প্রদান করা হয়, তাহলে সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মকর্তা দায়ী থাকবেন।

স্মারকের অনুলিপি বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ডিপিএড ও সিইনএড প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়। শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে আরও দক্ষতার সঙ্গে পাঠদান করতে পারেন, সেজন্য এ প্রশিক্ষণ দেওয়া হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top