প্রকৌশল খাতে সর্বোচ্চ লেনদেন,পতন বেশি জীবনবিমা খাতে
 প্রকাশিত: 
                                                ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৩১
                                                
 
                                        দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকার এই পুঁজিবাজারে এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে প্রকৌশল খাত। আর আজকে সবচেয়ে বেশি পতন হয়েছে জীবনবিমা খাতে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ সূচকের পতনে বড় মূলধনি কোম্পানিগুলো সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে। বিশেষ করে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, রবি, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বিএটিবিসি, বেস্ট হোল্ডিংস এবং গ্রামীণফোনের শেয়ারে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে।
আজ ডিএসইর লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে প্রকৌশল খাত, যার পরিমাণ ছিল ১০৯ কোটি ৩২ লাখ টাকা। ওষুধ ও রসায়ন খাতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে, যার পরিমাণ ৯৫ কোটি ১১ লাখ টাকা। ৬৯ কোটি ৯ লাখ লেনদেনের মাধ্যমে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। এছাড়া ব্যাংক খাতে ৫৩ কোটি ১২ লাখ, বিবিধ খাতে ৪৮ কোটি ৭৬ লাখ এবং তথ্য ও প্রযুক্তি খাতে ৪৬ কোটি ৫৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।
আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০টি খাতের সিকিউরিটিজের সবগুলো খাতেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে জীবন বিমা খাতে, যা ছিল ৩ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া, তথ্য ও প্রযুক্তি খাতে ৩ দশমিক ৩ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৩ দশমিক ৩ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ৪ শতাংশ এবং সাধারণ বীমা খাতে ২ দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
একক কোম্পানি হিসেবে আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষে রয়েছে রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২৪ কোটি ৮৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাকমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৭ লাখ টাকার। ১৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যগুলো হলো- ডমিনেজ স্টিল বিল্ডিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাইনপুকুর সিরামিক, আইপিডিসি ফাইন্যান্স, সিটি ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভোলো আইসক্রিম।
আজ এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে, যা শতকরা হিসাবে ৯ দশমিক ৬৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। আর শেয়ারদর ৮ দশমিক ১৪ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় অবস্থায় রয়েছে একমি পেস্টিসাইডস। এ ছাড়া, ধারাবাহিকভাবে এশিয়াটিক ল্যাবরেটরিজ, তমিজউদ্দিন টেক্সটাইলস, আলহাজ টেক্সটাইল, বিকন ফার্মাসিউটিক্যালস, ওয়াইম্যাক্স ইলেক্সট্রড, বসুন্ধরা পেপার মিলস এবং স্কয়ার নিটের শেয়ারদর।
রোববার সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের, যা শতকরা হিসাবে ৯ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া, ধারবাহিকভাবে ডমিনেজ স্টিল, মুন্নু ফেব্রিকস, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইনফরমেশন সিস্টেমস, বিবিএস ক্যাবলস, ইনটেক লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স এবং ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারদর বেশি কমেছে।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: