মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

কোর্ট পুলিশের ব্যারাকে ভাত খেলেন আসামি


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৯

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪

ছবি : সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় একাধিক মামলার আসামি উপজেলা পৌর যুবলীগের সভাপতি আরিফ উল হাসানকে কোর্ট পুলিশের একটি ব্যারাকে পুলিশের বিছানায় বসিয়ে ভাত খাওয়ানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসলে কোর্ট পুলিশের পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে ক্লোজড করা হয়।

এর আগে গত ২ সেপ্টেম্বর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের ব্যারাকের বিছানায় বসে আসামির ভাত খাওয়ার এ ঘটনা ঘটে।

প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার আসামি আমতলী উপজেলার পৌর যুবলীগের সভাপতি আরিফ উল হাসান আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের একটি ব্যারাকের বিছানায় বসে ভাত খাচ্ছেন। এ সময় আরিফের স্বজনরা তার পাশে উপস্থিত ছিলেন। ভিডিওতে আরও দেখা যায়, কোর্ট পুলিশের পরিদর্শক বশির আলমও সেখানে উপস্থিত আছেন। পরে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাদেরকে ইতোমধ্যেই পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করেছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top