খুলনায় হোটেল কক্ষে মিলল যুবকের মরদেহ
প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫১
আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৮

খুলনায় আবাসিক হোটেল কক্ষ থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সদর থানার সামনে স্টার হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবক লবণচরা থানার মতিয়াখালী ৫ম গলির বাসিন্দা এসএমএ খালেকের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সকালে তুহিন এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেল স্টারের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষটি ভাড়া নেয়। সুমি নামের ওই নারী কিছুক্ষণ কক্ষে অবস্থান নিয়ে বাইরে চলে যায়। বিকেল ৫টার দিকে তুহিনের স্ত্রী তাকে খুঁজতে ওই হোটেলের ওই কক্ষের দরজার কড়া নাড়তে থাকেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না হওয়ায় তার মনে সন্দেহ জাগে। পরবর্তীতে তিনি খুলনা সদর থানার পুলিশকে বিষয়টি অবগত করেন। রাত সোয়া ৮ টার দিকে পুলিশের উপস্থিতিতে হোটেলের স্টাফরা দরজার ছিটকনি ভেঙে ফেলে। দেখা যায় তুহিনের দেহ ঘরের ফ্লোরে পড়া এবং তার মুখ দিয়ে অনবরত ফেনা বের হচ্ছে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর থেকে তুহিনের কথিত স্ত্রী সুমি লাপাত্তা রয়েছে। তার সন্ধানে নগরীর ভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এটা হত্যাকাণ্ড না কি অন্য কিছু তদন্ত রিপোর্ট হাতে না এলে কোনো কিছু বলা সম্ভব নয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: