কালিয়াকৈরে টিনশেড মার্কেটে আগুন
 প্রকাশিত: 
                                                ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৪
 আপডেট:
 ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৬
                                                
 
                                        গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ডাইনকিনি এলাকায় একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা ডাইনকিনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ ওই মার্কেটের একটি কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে চারপাশে ছড়িয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে তবে মার্কেটের মালিকপক্ষের সাথে কথা হয়নি ও ক্ষয়ক্ষতির তালিকা করা হয়নি।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: