শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


সাতক্ষীরা সীমান্তে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৯

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৯

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার হাকিমপুর চেকপোস্ট থেকে আটক করা ১০ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বিজিবি নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিষটি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

আটক ব্যক্তিরা হলেন— রাঙ্গামাটি জেলার লংগদু থানার রসুলপুর এলাকার সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম, ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হুসাইন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘোশালপুর এলাকর হচেন গাজীর ছেলে মাহফুজ গাজী, বাগেরহাট জেরার চিতলমারী থানার শৈলদাহ এলাকার ভীষন নাথ বৈদ্যর মেয়ে রিতা বৈদ্য, তরুণ বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস, গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকার আলী আকবরের ছেলে আলী আশিক স্বাধীন, চট্টগ্রামের আনোয়ারা বটতলা এলাকার অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব, চন্দনাইশ গাছবাড়িয়া এলাকার বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল, সোলান কান্তি দেবের মেয়ে লক্ষী দেব, ছেলে হারী প্রেম।

সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ ওই ১০ বাংলাদেশিকে আটক করে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, ১২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৬টা ২০ মিনিটে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের (নায়েব সুবেদার আবুল কাশেম) মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা থানায় জিডি দায়ের করে উল্লেখ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিএসএফ কর্তৃক আটক বাংলাদেশি নাগরিকদের থানার মাধ্যমে জিম্মায় দেওয়া হয়। তাদের নাম ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top