শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৩:৪৮

আপডেট:
২৫ অক্টোবর ২০২৫ ০৩:০০

ছবি ‍সংগৃহিত

নওগাঁর বদলগাছীতে এক কিশোরীকে অপহরণের মামলায় উজ্জ্বল হোসেন (৩২) নামে এক যুবককে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। জরিমানার অর্থ অপহরণের শিকার ওই কিশোরীকে প্রদানের নির্দেশও দেন বিচারক।

কারাদণ্ডপ্রাপ্ত উজ্জ্বল হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুলাই সকাল সাড়ে ৫টার দিকে উজ্জ্বল হোসেন বদলগাছী উপজেলার বারাতৈল গ্রামের নানির বাড়ি থেকে ওই কিশোরীকে অপহরণ করে বোনের বাসায় আটকে রাখে। পরে ওই কিশোরীর মা বদলগাছী থানায় অভিযোগ করলে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আসামি পক্ষের আইনজীবী আশিক আল ইমরান হিল্লোল এ রায়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top