বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


এবার দিনের ভোট রাতে হবে না: সৈয়দ ফয়সল


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১৯:১৫

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ২১:৪০

ছবি সংগৃহীত

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ইসি কিছু দিনের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করবে। তবে এবার শেখ হাসিনার স্টাইলে দিনের ভোট রাতে হবে না। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

বুধবার সকালে মনতলা শাহজালাল কলেজ মাঠে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘এসএম ফয়সল’ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল বলেন, গত ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। বিগত আন্দোলনে যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, বিগত সরকারপ্রধান নোবেল পাওয়ার আশায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছেন। ছেলেমেয়েদের ভালোভাবে লেখাপড়া করে দেশ সমাজ ও জনগণের কাজ করতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক নির্মূলে সরকার, সমাজ ও অভিভাবককে বিশেষ ভূমিকা রাখতে হবে।

শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের উপমহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন। শিক্ষক আবিদুর রহমান ও রুহুল আমিন সোহাগের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম, সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাংবাদিক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

অনুষ্ঠানে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৫০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top