সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা খুনের রহস্য উন্মোচন


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৭:৩৭

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ২০:৫৮

ছবি ‍সংগৃহিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৪০) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রিফাত মন্ডল সৌরভ (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবহিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

এর আগে ভোরে গাইবান্ধা সদর উপজেলার নিউ মেরিট কেয়ার কোচিং সেন্টারের আবাসিক ভবন থেকে রিফাত মন্ডল সৌরভকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোরের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার শীতলগ্রাম এলাকায়। তার বাবার নাম সামিউল ইসলাম।

গত রোববার (১৭ আগস্ট) সকালে নাকাই ইউনিয়নের শীতলগ্রামে স্থানীয়রা নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন। নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি দোকান চালানোর পাশাপাশি বিকাশ ও নগদের এজেন্ট হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, নিহত নজরুল ইসলামের সঙ্গে সৌরভের পূর্ব থেকে লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। প্রায় দেড় মাস আগে নজরুলের দোকানে চুরির ঘটনায় স্থানীয়দের হাতে ধরা পড়ে সৌরভ। তখন তাকে মারধর করা হয় এবং ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকেই সে নজরুলের ক্ষতি করার পরিকল্পনা করে।

ঘটনার রাতে রিফাত মোবাইলে নজরুলকে ফোন করে জানায়, তার কাছে বাকি থাকা ১ হাজার ১০০ টাকা পরিশোধ করবে। এরপর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নজরুলের সঙ্গে দেখা হয় তার। কথা বলতে বলতে নির্জন স্থানে নিয়ে গিয়ে রিফাত প্রথমে ক্লোরোফর্ম মেশানো রুমাল মুখে চেপে ধরে। এরপর নজরুল অচেতন হওয়ার পর সৌরভ ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে নিহতের দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সে।

পুলিশ জানায়, হত্যার সময় ব্যবহৃত ছুরি ও নিহতের একটি মোবাইল সে স্থানীয় পুকুরে ফেলে দেয়। আরেকটি মোবাইল গোবিন্দগঞ্জ সরকারি মসজিদ মার্কেটের একটি দোকানের টিনের ছাউনির ওপর রেখে যায়।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত কিশোরকে আদালতে সোপর্দ করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আবেদন করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় খুব অল্প সময়েই হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। হত্যার ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top