রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ২রা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেফতার


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১২:০৫

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২০:৩৫

ছবি ‍সংগৃহিত

সাতক্ষীরা শহরের কুখ্যাত মাদক কারবারি এম এম রবিউল ইসলামকে (৬০) আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্পের পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

আটক এম এম রবিউল ইসলাম সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

অভিযানে রবিউলের বাসা থেকে ২০ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি অবৈধ ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ–৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯ হাজার ২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দু'টি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্টসহ অসংখ্য মাদক সেবনের কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, আটক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবারে সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অতীতে সাতক্ষীরা সদরের কাঠিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন। একই সঙ্গে ফেনসিডিল ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দু'টি মামলা চলমান রয়েছে।

আটক আসামিকে জব্দ করা মাদকদ্রব্যসহ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top