শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


তিস্তার পানিতে ডিমলা প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১১:৫৪

আপডেট:
২৫ অক্টোবর ২০২৫ ২২:৩৯

ছবি সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর পানি উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধির কারণে মুহূর্তের মধ্যে চারদিকে পানি ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) তিস্তা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বিভাগের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ছোট খাতা এলাকায় তিস্তা নদীর পানি উপচে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এই কারণে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি প্রবেশের পর থেকে ওই এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুসহ বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগে পরেছেন এলাকাবাসীরা। অনেক পরিবার শিশু ও গবাদি পশু নিয়ে বিদ্যালয় ও উঁচু জায়গায় নেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয়রা জানান, দ্রুত এই সমস্যার ব্যবস্থা না নিলে আবাদি যেটুকু জমি রয়েছে সব ভেসে যাবে। ইতোমধ্যে তারা বিশুদ্ধ খাবার পানিসহ গবাদি পশু নিয়ে বিপদে দিন পার করছি।

ডালিয়া পানি উন্নয়ন বিভাগের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর ভেতরেই যে ফ্লাট লেন এরিয়াগুলি রয়েছে পানি বৃদ্ধির ফলে নদীর পানি উপচে ক্যানেল হয়ে গেছে। এগুলি সাধারণত নো ল্যান্ড এরিয়া হিসেবে বিবেচিত হয়। ইতোমধ্যে আমাদের অফিস থেকে পানি প্রবেশের যে পথগুলি রয়েছে সেসকল পথ বন্ধের জন্য কাজ করা শুরু হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top