সাদাপাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক
প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৬:৫৩
আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ২৩:৩৩

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমুস সাদাত।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তার নেতৃত্বে ৯ সদস্যের একটি দল সাদাপাথর এলাকা পরিদর্শন করে।
এ সময় রাফী মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুণ্ঠন করা হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। একই সাথে এ ধরনের নির্বিচারে লুটপাটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। সাদাপাথর এলাকা থেকে কয়েকশ কোটি টাকার সম্পদ তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো আত্মসাৎ করা হয়েছে। এখানে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দেরিতে অভিযানের বিষয়ে দুদকের এই কর্মকর্তা জানান, তারা প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। দেরিতে অভিযান পরিচালনার কারণ হিসেবে তিনি জনবল সংকটকে দায়ী করেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: