জলকপাট খোলা হলো কাপ্তাই বাঁধের
প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ১৭:১৪
আপডেট:
৬ আগস্ট ২০২৫ ২০:২৭

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ হঠাৎ বেড়ে গিয়েছে। উজানে বন্যা প্রতিরোধ ও বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা থেকে জলকপাট আড়াই ফুট খোলা রেখে প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানিয়েছেন, বৃষ্টি ও ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে, তাই এখন সেকেন্ড-প্রতি ৪৯ হাজার কিউসেক পানি ছাড়তে হচ্ছে। বর্তমানে হ্রদের পানি স্তর ১০৮.৭৬ ফুট মিন সি লেভেলে রয়েছে। তবে ভাটির মানুষদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
এর আগে সোমবার (৪ আগস্ট) জরুরি ভিত্তিতে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয় এবং মঙ্গলবার (৫ আগস্ট) একই সংখ্যক জলকপাট দেড় ফুট খুলে প্রতি সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি ছাড়া হয়।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হ্রদের পানির পরিমাণ বৃদ্ধির ফলে বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এখানে মোট পাঁচটি ইউনিট সক্রিয় রয়েছে। ১ ও ২ নম্বর ইউনিটে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, আর ৪ ও ৫ নম্বর ইউনিটে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: