বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১৩:৩৯
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৭:০২

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।
কাস্টমস সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে যাচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের কার্গো অফিসার রাজস্ব কর্মকর্তা আব্দুল আজিজ জানান, সরকারি ছুটি থাকায় সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে যাচ্ছে সকাল থেকে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: