এনসিপির সমাবেশ ঘিরে ভাইরাল স্কুল বন্ধের নোটিশ, কর্তৃপক্ষ বলছে স্বাক্ষর জাল
প্রকাশিত:
২৫ জুলাই ২০২৫ ২০:১২
আপডেট:
২৬ জুলাই ২০২৫ ১৪:২৮
-68838d4dc09fb.jpg.jpg)
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের কারণে জেলা পুলিশ লাইন স্কুল বন্ধ ঘোষণার একটি নোটিশ ভাইরাল হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে এ বিজ্ঞপ্তি জাল স্বাক্ষর দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
শুক্রবার বিকালে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, তার স্বাক্ষর জাল করে বিভ্রান্তি ছড়ানোর জন্য এরকম নোটিশ ফেসবুকে ছড়িয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নজরে আসার পর প্রতিবাদলিপি দেওয়া হয়েছে। এছাড়া থানায় একটি জিডি করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, এনসিপির সমাবেশের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি। বিদ্যালয়ের ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। কেউ হয়তো প্রধান শিক্ষকের নাম ও স্বাক্ষর জাল করে বিভ্রান্তি ছড়াচ্ছিল। এ ব্যাপারে জেলা পুলিশের ফেসবুক পেইজে প্রতিবাদলিপি ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আগামী রোববার দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরাল মাঠে সমাবেশ করবে এনসিপি। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে তৎপর রয়েছে।
এদিকে জেলা পুলিশ পরিচালিত শহরের কুড়পাড় এলাকায় পুলিশ লাইন্স স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়। ওই স্কুলে পুলিশ অবস্থান করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: