চাঁদপুর থেকে ৩০ হাজার নেতাকর্মী নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশে যোগদান
প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫ ১১:২১
আপডেট:
১৯ জুলাই ২০২৫ ১৯:৫৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে চাঁদপুর জেলা থেকে লঞ্চ ও বাসে যোগ দিয়েছে প্রায় ৩০ হাজার নেতাকর্মী।
শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৬টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যায় দুটি বিলাসবহুল লঞ্চ। নির্দিষ্ট সময়ের পূর্বে লঞ্চঘাটে এসে পৌঁছেন হাজার হাজার নেতাকর্মী। এর আগে মধ্য রাতে ছেড়ে যায় আরও একটি লঞ্চ।
চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, চাঁদপুর লঞ্চঘাট থেকে গতকাল রাতে এবং আজ সকালে তিনটি লঞ্চ এবং মতলব দক্ষিণ লঞ্চঘাট থেকে দুটি লঞ্চে কচুয়া ও মতলব দুই উপজেলার নেতাকর্মীরা সমাবেশের উদ্দেশ্যে গিয়েছেন। জেলার ৮ উপজেলার নেতাকর্মীদের সুবিধার্থে যানবাহন ঠিক করা হয়েছে। নদী উপকূলীয় উপজেলার লোকজন লঞ্চে এবং যাদের সড়ক যোগাযোগ সহজ তাদেরকে বাসে করে পাঠানো হয়েছে।
অ্যাডভোকেট মো. শাহাজাহন খান আরও বলেন, সমাবেশে যোগদান করার জন্য অর্ধলক্ষাধিক জনশক্তি প্রস্তুত ছিল। কিন্তু আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি ৩০ হাজার। তবে কম বেশি হতে পারে। প্রত্যেক উপজেলা এবং নির্বাচনী এলাকার নেতাদের ব্যাক্তিদের সমাবেশে আসা যাওয়ার জন্য দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।
জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, পূর্ব থেকেই আমরা সমাবেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পাঁচটি লঞ্চ এবং ৫০টি বাসে জেলার সকল নেতাকর্মী এই সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে আগামী দিনের রাজনীতির যে দিক নির্দেশনা আসবে এবং তা বাস্তবায়নে নেতাকর্মীরা নিজ এলাকায় কাজ করবে। সমাবেশ শেষে সু-শৃঙ্খল ও সুস্থভাবে গন্তব্যে পৌঁছাতে পারি সে জন্য মহান রবের সাহায্য কামনা করছি।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: