বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন যুবলীগ নেতা
 প্রকাশিত: 
                                                ১৭ এপ্রিল ২০২৫ ১৬:২৯
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৪৪
                                                
 
                                        নাটোরে বিধবা নারীর সঙ্গে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাছের আলী। এ ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরার পর ওই যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে বিয়ে পড়িয়ে দেন এলাকাবাসী।
বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ঘটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড যুবলীগ সভাপতি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে বাছের আলী ও একই গ্রামের এক বিধবা নারীকে হাতেনাতে ধরে এলাকাবাসী কাজীর মাধ্যমে বিয়ে বিয়ের পড়িয়ে দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি বাছের আলীর বয়স ৫০ বছর হলেও তিনি বিয়ে করেননি। বিগত সময়ে দলের ক্ষমতার দাপট দেখিয়ে এ রকম নানা অপকর্ম করেও পার পেয়ে যেতেন তিনি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, এমন খবর এখনো জানতে পারিনি। খোঁজ নিচ্ছি।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: