ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
 প্রকাশিত: 
                                                ১২ এপ্রিল ২০২৫ ১৪:৪৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৩৯
                                                
 
                                        কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে, প্রতি বারের মতো এবারও কেবল টাকা-পয়সা নয়, পাওয়া গেছে বেশ কিছু চিঠি। তবে সবচেয়ে নজর কেড়েছে একটি ব্যতিক্রমধর্মী ও চমকপ্রদ চিঠি, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
চিঠিতে লেখা ছিল:
“ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই।
সাধারণ জনগণ।
আল্লাহ, তুমি সহজ করে দাও।”
চিঠিটি কে লিখেছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চিঠিতে ‘সাধারণ জনগণ’–এর পক্ষ থেকে এই আবেদন দেশের নানা শ্রেণি-পেশার মানুষের আকাঙ্ক্ষা ও ভাবনা তুলে ধরেছে বলে মতামত দিচ্ছেন নেটিজেনরা।
নেটিজেনদের ভাষ্য, দীর্ঘ সময়ের ‘ফ্যাসিবাদী শাসন’ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস অল্প সময়েই সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। পাগলা মসজিদে অনেকেই বিশ্বাস করেন, এখানে মানত করলে মনোবাসনা পূরণ হয়—সেই বিশ্বাস থেকেই এমন চিঠি লেখা হয়েছে বলে ধারণা।
শনিবার (১২ এপ্রিল) সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিপুল সংখ্যক সেনা সদস্য, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। গণনায় অংশ নেন মসজিদসংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদ কমিটির সদস্য এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ প্রায় ৪০০ জন।
দানবাক্স খোলার পর পাওয়া গেছে ২৮ বস্তা টাকা এবং অসংখ্য বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সেই চিঠি, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, এবার দানের পরিমাণ এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার টাকা। তিনি আরও জানান, এই অর্থ কেবল মসজিদ বা মাদ্রাসার উন্নয়নে নয়, সমাজকল্যাণমূলক কাজেও ব্যবহৃত হবে।
পাশাপাশি জানানো হয়, পাগলা মসজিদ প্রাঙ্গণে নির্মাণ করা হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’, যেখানে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: