বসতবাড়ির পেছনে একই রশিতে ঝুলছিল মা-ছেলের লাশ
 প্রকাশিত: 
                                                ৬ এপ্রিল ২০২৫ ১৫:১০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৫৮
                                                
 
                                        ঝালকাঠির নলছিটি উপজেলায় বসতঘরের পেছনের একটি গাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় বাড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ওই দুইজন হলেন আসাদ মাঝি (৩৫) ও তার মা রুবি বেগম (৫০)। রুবি বেগম ওই গ্রামের মুদিরদোকানি আবু হানিফ মাঝির স্ত্রী। এই দম্পতির চার ছেলে। দুই ছেলে আহাদ মাঝি (৩৮) ও সোহাগ মাঝি (৩৭) খুলনায় দিনমজুরের কাজ করেন। আরেক ছেলে আবদুল হাই মাঝি (৪৫) ঢাকায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদ মাঝি ও তার মা রুবি বেগম খুলনায় থাকেন। ঈদ উপলক্ষে তারা বাড়িতে এসেছিলেন। রবি সকালে এলাকাবাসী বসতবাড়ির পেছনের একটি গাছে একই রশিতে মা ও ছেলের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দুইজনের লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মা ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: