চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, নৈশপ্রহরীকে গণধোলাই
 প্রকাশিত: 
                                                ২৫ মার্চ ২০২৫ ১৬:৫৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৫৩
                                                
 
                                        মুন্সীগঞ্জ পৌরসভার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নৈশপ্রহরী আবুল হোসেনকে (৫৫) গণধোলাই দিয়েছেন এলাকাবাসী। পরে পুলিশ তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে ওই নৈশপ্রহরী। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতর নৈশপ্রহরীকে আটকে গণপিটুনি দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৈশপ্রহরীকে উদ্ধার করে।
ওই স্কুলছাত্রীর বড় ভাই বলেন, ২৬ মার্চের উপলক্ষ্যে কুচকাওয়াজের রিহার্সাল করার জন্য আমার ছোট বোন সোমবার সকালে স্কুলে যায়। ওই সময় আমার বোনকে ধর্ষণের চেষ্টা করে। এরপর আমার বোন বাড়িতে চলে এসে ঘটনা খুলে বলে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে এলাকাবাসীর হাত থেকে নৈশ্রপ্রহরীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: