ঘোড়াঘাটে ভিজিএফের ২৫ বস্তা চাল জব্দ
 প্রকাশিত: 
                                                ১৭ মার্চ ২০২৫ ১৮:৪৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:৪০
                                                
 
                                        দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি ভিজিএফ চাল জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে থেকে চালগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এলাকাবাসী জানান, সামনে ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতারণ কার্যক্রম চলছিল। এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ওই চাল গুলো কেনার জন্য কয়েকজন লোককে নিয়োগ করেন। বিতরণ করা চাল কিনে মজুদের অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে সেখানে পৌঁছে মানবিক সহায়তার সরকারি কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৫ বস্তা চাল জব্দ করেন। অবৈধভাবে সরকারি চাল মজুদকারীরা ঘটনাস্থল চালের বস্তা ফেলে চলে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিতরণ করা সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ২৫ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। তবে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা যায়নি। পরে চালগুলো বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হবে।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: