নামাজরত অবস্থায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
 প্রকাশিত: 
                                                ৫ মার্চ ২০২৫ ১৪:১৯
 আপডেট:
 ৫ মার্চ ২০২৫ ১৪:৪০
                                                
 
                                        ফরিদপুরের মধুখালীতে এক বসতঘরে মোসা. জবেদা খাতুন (৮৭) নামে এক বৃদ্ধা নামাজরত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জবেদা খাতুন মাঝকান্দী পূর্বপাড়ার মৃত জলিল মোল্যার স্ত্রী ও রফিক মোল্যার মা।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই একটি বসত ঘরের তিনটি রুম, ঘরে থাকা মালামাল ও একটি রান্না ঘর আগুনে পুড়ে যায়।
তিনি আরও বলেন, বৃদ্ধা মোসা. জবেদা খাতুন নামাজরত ছিলেন। বাড়িতে অন্য লোক না থাকায় আগুনের বিষয়টি বুঝতে পারেননি তিনি। কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে মারা যান।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: