রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ
 প্রকাশিত: 
                                                ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২১
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৪২
                                                
 
                                        অতিমুনাফা, কৃত্রিম সংকট তৈরি না করাসহ নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
সকালে শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, ট-বাজার, আরাপপুর, হামদহসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন ব্যবসায়ী নেতারা।
এছাড়া মূল্যতালিকা প্রদর্শণ, অতিরিক্ত মুনাফা না করতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা। এ নির্দেশনা না মেনে অপরাধ করলে ভ্রাম্যমাণ আদালত কোনো আইনগত ব্যবস্থা নিলে ব্যবসায়ী সংগঠন তার দায়ভার নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: