কমপ্লিট শাটডাউনে নেত্রকোণা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
 প্রকাশিত: 
                                                ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৪২
                                                
 
                                        এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন নেত্রকোণা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরাও কর্মবিরতিতে আছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণা মেডিকেল কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মোক্তারপাড়া সড়ক হয়ে শহীদ মিনারে এসে মানববন্ধন ও সমাবেশ করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসন ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে এবং নামে-বেনামে সব ম্যাটস বন্ধ করতে হবে। একজন শিক্ষার্থী পাঁচ বছর পড়াশোনা করে ‘ডাক্তার’ ডিগ্রি অর্জন করে। কিন্তু অন্য দিকে শর্ট কোর্স করে ম্যাটস এবং ডিএমএফরা নিজেদের নামের আগে ডাক্তার ব্যবহার করছেন।
এছাড়া দীর্ঘদিন ধরে চলমান স্বাস্থ্যখাতে অরাজকতা এবং অপব্যবস্থাপনার একটি স্থায়ী এবং সুষ্ঠু নিরসন চান তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: