দোকান দখলের চেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫ ১৮:৩৯
আপডেট:
১৯ জুলাই ২০২৫ ২৩:০১

রাজধানীর দক্ষিণখান নোয়াপাড়া এলাকায় জোরপূর্বক দোকান দখল নেওয়ার চেষ্টার অভিযোগে দক্ষিণ বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক হারুনর রশীদ হারুনকে শোকজ করা হয়েছে।
এদিকে দোকান মালিক আয়শা আক্তার গং বলেন, নোয়াপাড়া ৪৪ শতাংশ জায়গার কিছু অংশ ভাড়া দিয়েছিলেন তারা।
হঠাৎ করেই বিএনপি নেতা পরিচয়ে দোকান দখল নিতে আসেন হারুনুর রশিদ হারুন ও তার লোকজন। এই সময় কয়েকটি দোকানে তালা মেরে দোকানীদের ভয়ভীতি দেখান এবং ভাড়ার টাকা তাকে দিতে বলেন। তিনি জমির মালিক কিনা, এ বিষয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, লিজ নিয়েছেন।
এ বিষয়ে আয়শা গং বলেন, এটি তাদের পৈতৃক সম্পত্তি। আংশিক জায়গা মহানগর জরিপে ভাওয়াল রাজ স্টেট এর নামে চলে গেছে। এটার বিরুদ্ধে কোর্টে তাদের মামলাও চলছে।
এলাকাবাসী বলেন, তারা দীর্ঘদিন ধরেই এই জমির মালিক, আমরা দেখে আসছি। পৈতৃক সূত্রে তারাই মালিক। আগে এই জায়গায় গাছ এবং পুকুর ছিলো। এটা তারা ভরাট করে দোকান করেছে। আরও ২০ বছর আগে।
এ বিষয় জানতে বিএনপি নেতা হারুনুর রশিদ হারুনকে ফোন দিলে তিনি মুঠোফোন ধরেন না।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: