বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


মেহরীনের সংগঠনের সহায়তায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও কর্মশালা


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১৫:১৫

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ১৮:২২

ছবি সংগৃহীত

দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় যে কজন পপ গায়িকা আছেন তাদের মধ্যে অন্যতম মেহরীন মাহমুদ। ভিন্ন ধরনের গায়কী দিয়ে শ্রোতাদের খুব কাছে চলে গেছেন। কণ্ঠের ভিন্নতার মতোই অন্যদের থেকে ভিন্ন তিনি। যুক্ত আছেন সমাজের কল্যাণমূলক কাজের সঙ্গে।

এবার তার সংগঠন উইমেনস ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস বাংলাদেশ (ডব্লিউএফডব্লিউপিবিডি)-এর সহায়তায় ১২ আগস্ট (মঙ্গলবার) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এ হয়ে গেল ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ ও পিরিয়ডকালীন হাইজিন ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা।

পিরিয়ডকালীন সচেতনতা ও সুরক্ষায় ‘আমার রক্ষক আমি, আমিই অনন্যা’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ১০০ জন ছাত্রীদের নিয়ে অর্ধ-দিনব্যাপী সচেতনতামূলক অধিবেশন পরিচালনা করা হয়। যেখানে দেশের খ্যাতিমান পেশাদারদের সাথে নিয়ে নারী জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং ঋতুকালীন স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি আত্মরক্ষা, সুরক্ষা সামাজিক সম্মান ও আচরণ মৌলিক ব্যাংকিং/আইনি অধিকারের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিউএফডব্লিউপি'র সভাপতি মেহরীন মাহমুদ, বাংলাদেশে মালদ্বীপ হাইকমিশনার শিউনীন রশীদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের প্রভাষক ও জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. ইপশিতা ইব্রাহিম রিদিতা, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের চেয়ারপার্সন ও বোর্ড অব ট্রাস্টিজ মাহবুবা হক, পাশাপাশি অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ফ্রেশ অনন্যার কর্মকর্তাগণ।

কর্মশালায় একজন চিকিৎসক পিরিয়ডকালীন স্বাস্থ্য ও সঠিক হাইজিন ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়াও কর্মশালায় আলোচনা হয় একজন নারী কীভাবে নিজে আত্মরক্ষা করতে পারে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে, পাশাপাশি সামাজিক সম্মান ও আচরণ এবং মৌলিক ব্যাংকিং ও আইনি অধিকার বিষয়গুলো নিয়েও আলাপ হয়।

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের এই উদ্যোগের মাধ্যমে মেয়েদের পিরিয়ডকালীন সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজেকে রক্ষা করার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তার সঠিক বার্তা পৌঁছে দিতে চায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top